অনাথ শিশুর মতো অন্ধকার

ফরিদা ফারহানা

কুয়াশার মাঝে অনাথ শিশুর
মতো আজকাল অন্ধকার শুয়ে থাকে
আমার উত্তরের সিথানে –
চুয়ে পড়া জ্যোৎস্না এখন আর দেখিনা
যেন শির শির করে বুকের হাওয়া ঢুকে যায়
মাটিলেপা দেয়ালের যার শরীরটা
ঘুমুতে — চায় –
অবশেষে নিজেকে নিজে গালাগালি করি
রাগী জানোয়ারের মতো –
মনের উঠান বাড়ী হিঃস্র হয়ে ওঠে
যেন এক মূহুতেই তান্ডব করে
দিবে একটা কালো ষাড়
সাপের মতো কুন্ডুলি পাকিয়ে
আমার অস্থিত্ব তাকে পেয়ে চায়
বৃষ্টি শেষে কিংবা হ্যাজাক বাতি
আলোর মতো —–
ইদুর গর্তের মাটি যেমন স্তৃপীকৃত করে রাখে
অন্যের দুঃখটা না বুঝে
তেমনি দুঃখগুলো হাড় বেয়ে বয়ে ওঠে
আসে শিরদার পর্যন্ত
মাঝে ঢু এর মতো খুব দ্রুত
আমি পাহাড়ের চূড়া দেখতে চাইনা
চাই তার দুই চোখ দিয়ে
একটা সবুজ ধান ক্ষেত
যেখানে হারিয়ে গেছে আমার
এক টুকরো ভালোবাসা।

লেখকঃ ফরিদা ফারহানা

লেখকঃ ফরিদা ফারহানা