অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৩৭ কিশোর কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশি কিশোর কিশোরীকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়া মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

সোমবার (২০ অক্টোবর ) বিকালে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ সদস্যরা তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দিতে নিজেদের জিম্মায় নিয়েছেন।

পাচারের শিকাররা জানান, ভালো কাজের প্রলোভনে দালানের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে পাড়ি জমায়। পরে দালালরা তাকে সেখানে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে সরকারি সংশোধনাগারে পাঠায়। সেখানে পাচার হওয়া কিশোর কিশোরীরা ৬ মাস থেকে দুই বছরের বিভিন্ন মেয়াদের সাজা শেষে তারা বাড়ি ফিরছেন।

এনজিও সংস্থা যশোর রাইটসের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়েছে। এরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে আইনি সহায়তা করা হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, থানা পুলিশের কার্যক্রম শেষে তাদেরকে এনজিও সংস্থা যশোর রাইটসের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং তাদের সেখানে থেকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।