অর্ধেক মূল্যে কম্বাইন হারভেস্টার পেলেন ইব্রাহীম

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার বাসিন্দা ইব্রাহীম অর্ধেক মূল্যে কম্বাইন্ড হারভেষ্টার পেলেন।দেশে প্রতি বছর ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটে ভোগেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্থানীয় কৃষির সঙ্গে জড়িত কৃষক সমাজ। তবে সঠিক সময়ে ধান কাটতে, মাড়াইয়ে ও ঝাড়তে না পারলে নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের।  বিষয়গুলো খুব কাছে থেকেই দেখেছেন ইব্রাহীম।তাই সবসময় চিন্তা করতেন নিজে যেহেতু কৃষি কাজ করেন না, সেক্ষেত্রে কিভাবে দেশের এই গুরুত্বপূর্ণ সেক্টরটিতে অবদান রাখা যায়। এ চিন্তা থেকে তিনি স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করেন। আর কৃষি অফিসের পরামর্শে তিনি একটি কম্বাইন হারভেস্টার মেশিনের জন্য আবেদন করেন। কৃষি বিভাগ তার আবেদনটি আমলে নিয়ে তাকে একটি মেশিন দেয়। আর এজন্য ৫০ শতাংশ ভর্তুকি সরকারকে দিতে হয়েছে। ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ধান কাটার, মাড়াই ও ঝাড়ার এই কম্বাইন হারভেস্টার মেশিনের জন্য তাকে গুণতে হয়েছে মূল্যের অর্ধেক টাকা।

    উপজেলা পরিষদ চত্বরে তাকে আনুষ্ঠানিকভাবে কম্বাইন হারভেস্টার মেশিনের একটি প্রতিকী চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকতা মো. শিবলী সাদিক। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, কালীগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত,  উপ সহকারী উপজেলা কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।