অস্ট্রেলীয়দের জন্য সংবাদ সরবরাহ বন্ধ করলো ফেইসবুক

নিজস্ব প্রতিবেদকঃ অস্ট্রেলিয়ানদের জন্য সংবাদ সরবরাহ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। যার ফলে অস্ট্রেলীয়ানরা সব ধরনের খবর দেখা বা শেয়ার করা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সোস্যাল মিডিয়া ফেইসবুকে স্থানীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কোনো প্রতিবেদনও তারা দেখতে পারছেন না।

এমনকি ফেইসবুকে দেখা যাবে না অনেক সরকারি সাইটও। অস্ট্রেলিয়া সরকার এই পদক্ষেপে ফেইসবুকের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এক্ষেত্রে দেশটির নতুন ডেটা পলিসির কারণে এমন পদক্ষেপ নিলো ফেইসবুক।

পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হওয়া নতুন আইন অনুযায়ী জানা যায়, কোনো খবর প্রকাশ করতে হলে, গুগল নিউজ বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মকে অবশ্যই সংশ্লিষ্ট খবরের প্রকাশককে মূল্য পরিশোধ করতে হবে। তবে সরকারের এই সিদ্ধান্ত গুগল মেনে নিলেও আপত্তি জানিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।