আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর সদস্যদের মাঝে টিকাদানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর সদস্যদের মাঝে করোনার ভ্যাকসিন বা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (০৮ ই ফেব্রুয়ারি) থেকে নিবন্ধকারীদের মধ্যে প্রতিদিন ৫০০ জন টিকা নিতে পারবেন সম্মিলিত সামরিক হাসপাতালে।

রবিবার (০৭ ই ফেব্রুয়ারি) সকালে ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লে: জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন।

ভারপ্রাপ্ত সেনা প্রধান সকল সেনা সদস্যকে ভ্যাকসিন নিয়ে করোনার থাবা থেকে সুরক্ষিত থাকার আহবান জানিয়েছে।

প্রথম দিনে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসিসহ দুইশত জন সেনা কর্মকর্তা করোনা টিকা নিয়েছেন।

অনুষ্ঠানে উর্ধ্বতন সেনাকর্মকর্তারা এবং বিভিন্ন পদবীর সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।