আল জাজিরা ইস্যু : যুক্তরাষ্ট্রে আল জাজিরার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কাতারভিত্তিক টেলিভিশন আল জাজিরায় প্রকাশিত অবমাননাকর প্রতিবেদনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ মামলাটি দায়ের করেছে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর সাথে জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছেন।

আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেছেন, বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে ‘হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ‘মিথ্যা তথ্য’ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য যে, এই ইস্যুতে বাংলাদেশের কাছে আল জাজিরা কর্তৃপক্ষের ক্ষমা চাওয়া উচিত বলেও জানিয়েছেন তারা।