ইউপি নির্বাচন : ২ টার আগে ও ৮ টার পরে মাইক বাজানো যাবে না

নিজস্ব প্রতিবেদকঃ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ আগামী এপ্রিল মাসের ১১ তারিখে প্রথম ধাপে ৩৭১ টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) ইউপি নির্বাচন উপলক্ষে কিছু বিধিবিধান পরিপত্র আকারে জারি করেছে।

রবিবার (১৪ মার্চ) জারি করা পরিপত্র-৪ অনুযায়ী বলা হয়েছে, নির্বাচনী প্রচারের সময় দুপুর ২ টার আগে এবং রাত ৮ টার পর মাইক বা উচ্চ শব্দ হয় এমন কোনো যন্ত্র বাজানো যাবে না

জারিকৃত পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনপূর্ব সময়ে অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণের দিন পর্যন্ত প্রত্যেক প্রার্থীকে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধিবিধানগুলো মেনে চলতে হবে। এই বিধিমালার বিধি-৫ অনুসারে কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো ব্যক্তি অথবা সংস্থা বা প্রতিষ্ঠান রিটার্নিং কর্মকর্তার দেওয়া প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

এক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান পথসভা বা নির্বাচনী প্রচার কাজে একটি ওয়ার্ডে একের অধিক মাইক্রোফোন বা শব্দের মাত্রা বৃদ্ধি করে এমন কোনো যন্ত্র ব্যবহার করতে পারবেন না।কোনো নির্বাচনী এলাকায় মাইক বা শব্দের মাত্রা বৃদ্ধি করে এমন অন্য কোনো যন্ত্রের ব্যবহার দুপুর ২ টার আগে এবং রাত ৮ টার পরে করা যাবে না।জ