উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু’র জামিন না মঞ্জুর

এম.এইচ.রিয়াদ, জামালপুর :

জামালপুরে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু’র জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, উপজেলা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে গণসংযোগ শুরু করলে ২০২০ সালের ওই হত্যা মামলায় তৃতীয়বারের চার্জশিটে রায়হান রহমতুল্লাহ রিমুকে আসামি করা হয়। সোমবার জামালপুর কোর্টে হাজিরা দিতে গেলে রিমুকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়।

আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই আদেশ দেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান- ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী।

এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলার চার্জসীটে চেয়ারম্যান রিমু’র নাম অন্তর্ভুক্ত হওয়ায় তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন। গতকাল জামিনের মেয়াদ শেষে আজ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু।