উল্টো পথ- হাফিজুর রহমান (লেখালেখি)

উল্টো পথ
হাফিজুর রহমান

স্বীয় দর্পণে নিজেকে দেখে চমকে উঠি
উদিত সূর্যটা প্রতিদিন একটু-একটু করে হেলে পড়ছে
কখনও মনেহয়, এই বুঝি ব্যস্ত হবে অস্ত যেতে —-
খোলা থাকবে হিসাবের খাতা, অসমাপ্ত ফলাফলের অচল জীবনে!

মহামূল্যবান সময় হারিয়ে আমি যখন অস্থির-কাতর
আমার প্রিয়জনরা তখন শুভেচ্ছা জানায়, উল্লাস করে, বিদায় দিতে-
প্রতিটি একত্রিশ অক্টোবর, আমার জন্মদিনে।
খুশি হতে পারি না কান্না আসে, মৃত্যুর পরে – হারিয়ে যাওয়ার ভয়ে।

হাফিজুর রহমান
হাতীবান্ধা, লালমনিরহাট