একযুগেও সংস্কার হয়নি কয়রার ওড়াতলা বাজার কালভার্ট

আবু হনিফ, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় আইলায় পর থেকে অকেজো হয়ে পড়ে কালভার্টটি। ওড়াতলা বাজার এবং হাফিজিয়া মা্রসা সংলগ্ন কালভার্টটি হওয়ায় এই কালভার্টটি দিয়ে ২নংকয়রার মানুষ ওড়াতলা বাজার হাফিজিয়া মাদ্রসায় আসতে পারছে না। অপর দিক গোবরা পূর্বচক সরকারি কমিনিটি ক্লিনিকে অনেক রোগী সেবা নিতে ক্লিনিকে যেতে পারে না তেমন গোরবা,হরিনখোলা, ঘাটাখালী এবং দক্ষিন মদিনাবাদ এর অধিক অংশ এলাকা বাসী কয়রা বাজার, কয়রা স্বাস্থ্য কমপ্লেক্স, কয়রা ইউনিয়ন পরিষদ যেতে পারচ্ছেনা। প্রতিদিন শত-শত মানুষ চলাচল করে থাকে। ওড়াতলা একতা যুব সংঘের সাধারন সম্পাদক শাহাজান সিরাজ বলেন, কালভাটর্টি ভেগে যাওয়ার কারনে চলাচলের দুভোগ পোহাতে হচ্ছে এখান দিয়ে ঝুকি নিয়ে চলাচল করতে যেয়ে অনেক মানুষ পরে যায়।ওড়াতলা একতা যুব সংঘে সদস্যরা বাশঁ দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও এখন আর সেটা সম্ভাব হচ্ছে না। বিশেষ করে গত বছর আম্ফানের কারনে কালভার্টটি একেবারই চলাচলের অনুপো যুগী হয়ে পরেছে। দ্রুত মেরামত করা না হলে বড় ধরনের ক্ষতির আসংখা করছে এলাকা বাসি।