এবারেও শিক্ষকরা ২৫ শতাংশ ও কর্মচারীরা ৫০ শতাংশ ঈদ উৎসব ভাতা পাচ্ছেন

সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে সারাদেশের শিক্ষকরা সরকারি শিক্ষকদের মতো মূল বেতনের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়ে এলেও এবারও ২৫ শতাংশ উৎসব ভাতাই পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

সোমবার (৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পূর্বের নিয়মেই শিক্ষকদের জন্য ২৫ শতাংশ ও কর্মচারীদের জন্য ৫০ শতাংশ ঈদুল আজহার উৎসব ভাতা ও জুন মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। দুই এক দিনের মধ্যেই চেক ব্যাংকে পাঠাতে পারবে মাধ্যমিক ও শিক্ষা অধিদফতর। তবে লকডাউনের কারণে কিছুটা দেরিও হতে পারে।

উল্লেখ্য যে, ২০০৪ সাল থেকে এমপিওভুক্ত শিক্ষকরা বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পান। এরপর থেকেই শিক্ষকরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা, সরকারি শিক্ষকদের মতো চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।