ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা দল

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ রোববার সকালে ঢাকায় পৌঁছেছে  শ্রীলঙ্কা ক্রিকেট দল। লঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরকারী দল আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কুশল পেরেরার নেতৃত্বে ১৮ সদস্যের শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলটি তারুণ্যনির্ভর। বায়ো-বাবলের মধ্যে থাকায় তিন দিনের বেশি কোয়ারেন্টিন করতে হবে না লঙ্কানদের।

আগামী ১৯ মে অনুশীলন আরম্ভ করবে লঙ্কান দল। ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ শেষে ২৩, ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে তারা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট।

সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে লঙ্কান দল।