কপিলমুনি মুক্তিযোদ্ধা কার্যালয় পরিদর্শনে এলেন জামুকার পরিচালক এম ডি সেলিম ফকির

এস কে আলীম, কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ দশের মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি গুলোর মধ্যে কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিকে আবারও শ্রেষ্ট সমিতি হিসাবে বিবেচিত হয়েছে। সম্প্রতী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতেকে শ্রেষ্ঠ সমিতির ঘোষনা দিয়েছে।

এর আগে ২০১৭-১৮ তে শ্রেষ্ঠ সমিতির স্বীকৃতি লাভ করেছিল। এ দিকে গত ২০২০ সালে শ্রেষ্ঠ সমিতির গৌরব অর্জন করায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক সেলিম ফকির সোমবার বেলা ১২ টায় কপিলমুনি আ লিক মুক্তিযোদ্ধা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, স্থানীয় সুধি মহল ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন।

মত বিনিময়কালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ,বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা বিমল মন্ডল,বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াদুদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,বীর মুক্তিযোদ্ধা আমির আলী মাস্টার,বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী,মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের ১ নং হরিঢালী ইউনিয়ন আহবায়ক সরদার সিরাজুল ইসলাম,সদস্য সচিব শেখ রাজু আহম্মেদ,সদস্য সন্দীপ দে, এস কে আলীম প্রমূখ।

কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির কার্যক্রমে জামুকার পরিচালক সেলিম ফকির সন্তোষ প্রকাশ করেন ও বঙ্গবন্ধুর আদর্শ লালন করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।