কবিতাঃ মুখোশধারী – রুদ্র অয়ন

মুখোশধারী রঙ বদলে

ধরছে সাধুরবেশ,

ধর্ম- নীতির কথা বলে

শুনতে যে লাগে বেশ।

ভাবখানা এমন তাদের

যেন রে ভেজা বিড়াল,

অপকর্ম করে বেড়ায়

লোক চোখের আড়াল।

ধোঁকা দিয়ে বোকা বানায়

মুখে যে মহৎ বাক্য,

সাধু  আর  শয়তান  মাঝে

বোঝা দায় পার্থক্য। 

তোয়াজ বিদ্যা ছল চাতুরী 

রপ্ত তাদের করা,

লোক ঠকানো বুদ্ধিতে যে

মাথাটা এদের ভরা, 

সাধুর বেশে শয়তানেরা

ঘুরছে রে চারপাশে,

বন্দী যেন সমাজ আজ

এদেরই নাগপাশে।