করোনায় বরখাস্ত রিয়াল বেটিস কোচ

মহামারী করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বেই আর্থিক সংকট দেখা দিয়েছে। এই কঠিন মুহূর্তে সমস্যায় পড়েছে বিভিন্ন দেশের ক্রীড়া ফেডারেশনগুলো। আর সেই সংকট এড়াতেই লা লিগা মাঠে গড়ানোর পর প্রথম ক্লাব হিসেবে কোচ বরখাস্ত করল রিয়াল বেটিস। কোচ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে রিয়াল বেটিস এক বিবৃতিতে জানিয়েছে, রুবিকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সাবেক খেলোয়াড় ও ক্লাবের স্পোর্টিং ডাইরেক্টর অ্যালেক্সিস ট্রুজিলো মৌসুমের শেষ আট ম্যাচে কোচের দায়িত্ব পালন করবেন। গত গ্রীষ্মে কিকে সেতিয়েনের স্থানে ৫০ বছর বয়সী রুবিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল রিয়েল বেটিস। আগের মৌসুমে তার অধীনে এস্পানিওল লা লিগায় সপ্তম স্থান লাভ করেছিল। জানুয়ারিতে সেতিয়েন বার্সেলোনার দায়িত্ব পান। বেটিসের হয়ে লিগের ৩০ ম্যাচের মধ্যে ৮টিতে তিনি জয় উপহার দিয়েছেন। এর মধ্যে ছিল মাত্র একটি এ্যাওয়ে ম্যাচ। মার্চে করোনার কারণে লিগ বন্ধ হওয়ার ঠিক আগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারানো ছিল বেটিসের হয়ে তার সেরা সাফল্য। কিন্তু মহামারী করোনার মধ্যে ফের খেলা শুরু হওয়ার পর সবশেষ তিন ম্যাচে দলকে কোনো সাফল্য এনে দিতে পারেননি রুবি। যে কারণে তাকে বরখাস্ত করেছে রিয়াল বেটিস।