কালিহাতী পৌর নির্বাচন: আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিও করা হয়েছে। 

কালিহাতী পৌর নির্বাচনে সংঘর্ষ

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কালিহাতী পৌর নির্বাচনকে কেন্দ্র করে সাড়ে ১২ টার দিকে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দফায় দফায় চলে এ সংঘর্ষ। এরপরে র‍্যাব, পুলিশ, বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ইতোমধ্যেই এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আর এ বিষয়ে কালিহাতী থানা অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, সংঘর্ষের ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।