কালীগঞ্জে কঠোর বিধি-নিষেধ অমান্য করায় ১৮ জনকে জরিমানা

কালীগঞ্জে (গাজীপুর) প্রতিনিধি: কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কঠোর বিধি-নিষেধ অমান্য করার দায়ে ১৮ জনকে মোট ১৩ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৫ জুলাই) সকাল থেকে রাত অবধি মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধি-নিষেধ বাস্তবায়ন করার লক্ষ্যে  কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিকের নেতৃত্বে পুলিশ ও আনসার ব্যাটেলিয়নের সহযোগিতায় কালীগঞ্জ বাজার, পৌরসভার বিভিন্ন এলাকা, তুমুলিয়া ইউনিয়নের ভাদার্ত্তী গ্রাম, সোম বাজার, বঙ্গবন্ধু বাজার, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রাম, বাশাইর বাজার, জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার, চান্দেরবাগ বাজার, নারগানা বাজার, মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজার, চরসিন্দুর ব্রীজ ও সংলগ্ন এলাকা, মৈশার গ্রাম, একুতা গ্রাম, জাঙ্গালীয়া ইউনিয়নের আওড়াখালী বাজার, বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর বাজার, আলাউদ্দির টেক বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।