কিশোরগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ৫০০০ উন্নতমানের মাস্ক বিতরণ

এস কে রাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ অকরোনা পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং মাস্ক ও স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৯ এপ্রিল) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং কৃষক ও হতদরিদ্রদের মাঝে মাস্ক ও স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

এতে অন্যদের মধ্যে জেলা কৃষক লীগের সহ-সভাপতি নেসার উদ্দিন খান, আনোয়ার হোসেন সুজন, সম্পাদকমণ্ডলীর সদস্য দিপক দাস, বুরহান উদ্দিন, আক্তারুজ্জামান শিপন, এডভোকেট শফিকুল আলম গোলাপ, খলিলুর রহমান খোকন, আলমগীর হোসেন, আল মামুন, আনোয়ার হোসেন সরকার, আফি উদ্দিন আখন্দ, মো. চাঁন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন উপজেলায় ৫০০০ উন্নতমানের মাস্ক এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।