কুরআন হিফ্জ মাদ্রাসার উদ্যোগে তাল গাছ রোপন

এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্জপাত রোধে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের রঘুনাথপুর সড়কের দু পাশ দিয়ে তালগাছ রোপন কার্যক্রম শুরু করেছে সাদীপুর মারকাজুল হিফজ মাদ্রাসা।

সাদীপুর মারকাজুল হিফজ মাদ্রাসার সভাপতি ও সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ বাবু’র পরিচালনায় এ তালগাছ রোপন কার্যক্রম শুরু হয়। এসময় অত্র মাদ্রাসার অর্ধশত কোমলমতি শিক্ষার্থী রোপন কাজে অংশ গ্রহণ করে।
সুলতান আহমেদ বাবু বলেন, আমাদের দেশে বর্জপাতে অসংখ্য মানুষ প্রাণ হারায়। তাই বর্জপাতের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই তালগাছ রোপন শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, যেহেতু বাংলার অনেক মানুষ কৃষির ওপর নির্ভরশীল, কৃষি কাজে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদেরকে মাঠে ঘাটে কাজ করতে হয়। তাই আমাদের মতো বাংলাদেশের সব জায়গায় এমন কার্যক্রম শুরু হলে বর্জপাতের হাত থেকে অনেক প্রাণ বাঁচতে পারবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- মোঃ মহসিন হোসেন, সাংবাদিক এস এম মারুফ সহ অনেকে।