কৃষক সবজির দামে খুশি ; তবে ক্রেতাদের উঠছে নাভিশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ শীতের সবজি শেষ হওয়ায় বর্তমানে উঠতে শুরু করেছে নতুন সবজি পোটল, করলা, শজনে ডাটা, মিষ্টি কুমড়া। কিন্তু নতুন এসব সবজির দাম আকাশছোঁয়া। যার ফলে সবজির এ দামে কৃষক খুশি হলেও ক্রেতাদের উঠছে নাভিশ্বাস।

শীতের ফুলকপি, বাঁধাকপি, মুলার জমজমাট সরবরাহ নেই সবজির পাইকারি হাটে। এতে নতুন করে উঠতে শুরু করেছে মিষ্টি কুমড়া, পোটল আলু, বেগুন, করলা, শজনে ডাঁটা। কিন্তু এসবের সরবরাহ সীমিত থাকায় দাম কিছুটা চড়া হওয়ায় বর্তমান বাজারমূল্য নিয়ে খুশি সবজি চাষিরা।

করোনার পর আয় রোজগার না বাড়লেও চাল, ডাল, তেলসহ সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি হওয়ায় হিশশিম খাচ্ছেন ক্রেতারা। তারা বলছেন, ব্যাপকভাবে সবজির দাম বেড়েছে। শাক সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে।

সবজির পাইকারি ক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সবজির। তারা বলছেন, এখন এলাকায় আবাদ না থাকায় বাইরে থেকে আমদানি করা হচ্ছে।

উল্লেখ্য যে, বগুড়ার মহাস্থানগড় পাইকারি সবজি হাটে আজকে বুধবার (০৩ মার্চ) পোটল ৬৫, করলা ৭০, বেগুন ৪০, মিষ্টি কুমরা ১৫ টাকা, গোল আলু ১২ টাকা কেজি দরে বিক্রি হয়। প্রতিদিন এই বাজারে ৫০ থেকে ৬০ ট্রাক সবজির সরবরাহ হয়।