কে এই সোহেল? গঙ্গাচড়ায় মসজিদ নির্মাণ, টিউবওয়েল, ত্রাণ দেয়ার নামে প্রতারণার ফাঁদ

আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃরংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের খিজিরপাড়া গ্রামের মৃত ফায়জার আলীর ছেলে সোহেল আহম্মেদ ৪ বছর আগে সোসাইটি ফর সোসাল এন্ড রুরাল ইয়থ সার্ভিস (এসএসআরওয়াইএস) নামে একটি এনজিও চেয়ারম্যান হন তিনি। বিভিন্ন সময়ে ত্রাণ সামগ্রী দিয়ে পরিচিতি লাভ করেন। এভাবেই তিনি মসজিদ নির্মাণ, টিউবওয়েল ও ত্রাণের নামে বিভিন্ন লোকের কাছে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। কোন কোন স্থানে মসজিদ নির্মাণের নামে ৪ হাজার ইট সরবরাহ করেন। মসজিদ কমিটির কাছ থেকে কৌশলে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নের উত্তর দেশিবাই গ্রামের আফছার আলীর ছেলে আব্দুর রাজ্জাকের নিকট থেকে মসজিদ নির্মাণের নামে এক লক্ষ টাকা হাতিয়ে নেয় সোহেল আহম্মেদ। গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন-অর-রশিদ এর কাছ থেকে ১৪টি টিউবওয়েল ও ত্রাণের নামে ২ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। গঙ্গাচড়া সদর ইউনিয়নের ভূটকা জামে মসজিদ নির্মাণের নামে ৫ হাজার টাকা, গঙ্গাচড়া বাজারের পার্টস কর্ণার এর মালিক রুহুল আমিনের কাছ থেকে ৩৭ হাজার টাকার টিউবওয়েল বাকিতে ক্রয় ও টিউবওয়েল বসানোর জন্য ৭ হাজার মোট ৪৪ হাজার, দক্ষিণ আরাজীনিয়ামত মসজিদ নির্মাণের নামে ১ লক্ষ ৪০ হাজার টাকা, ইট ব্যবসায়ীর নিকট ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। গত ১৯ আগস্ট রাতে সোসাইটি ফর সোসাল এন্ড রুরাল ইয়থ সার্ভিসের চেয়ারম্যান সোহেল আহম্মেদকে দক্ষিণ আরাজীনিয়ামত জামে মসজিদের কমিটির লোকজন কৌশলে তাকে দুই দিন আটকে রেখে ১ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করে। রাতের অন্ধকারে সোহেল আহম্মেদ পালিয়ে যায়। এভাবেই সোহেল আহম্মেদ মসজিদ নির্মাণ, টিউবওয়েল সরবরাহ ও ত্রাণের নামে বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ব্যাপারে সোহেল আহম্মেদ এর মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।