খাবার খেতে ভুলে যাচ্ছেন জুকারবার্গ

এই আমার দেশ ডেস্ক

সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। সেখানে তিনি কাজের সময় খাবার মিস করছেন বলে জানান। এরপরই নিচে কমেন্ট করেছেন তার বাবা এডওয়ার্ড জুকারবার্গ। যা নিয়ে নেটিজেনদের মাঝে ব্যাপক চর্চা চলছে।

গত বৃহস্পতিবার করা ওই পোস্টে মার্ক জুকারবার্গ লিখেন, ‘আপনি কী কখনো আপনার কাজ নিয়ে এতটাই উত্তেজিত হয়ে পড়েছেন যে আপনি খাবার খেতে ভুলে গেছেন?’

পরে নিজের পোস্টের কমেন্টে তিনি আবার লিখেন, ‘এমনটা ঘটতে থাকে। এ কারণে গত ১০ মাসে আমি ১০ পাউন্ড ওজন হারিয়েছি, তবে আমাদের নতুন পণ্যগুলো (আগুন) হতে চলেছে।’

এরপরই বাবা এডওয়ার্ড জুকারবার্গ রিপ্লে দিয়ে বলেন, ‘তোমার কি মাকে দরকার এবং আমি খাবার সরবরাহ করবো?’ পরে জবাবে মার্ক বলেন, ‘ওহে ধন্যবাদ! তবে আমার খাওয়া ভুলে যাওয়ার অভ্যাসটি বন্ধ করা দরকার।’

বাবা-ছেলের এমন কথোপকথনে বেশ মজা পাচ্ছেন নেটিজেনরা। তারা বিষয়টিকে বেশ ভালোভাবেই নিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘বাবা হয় বাবা।’ আরেকজন লেখেন, ‘বাবার ভালোবাসা কখনই বদলায় না। এটি হৃদয় ছুঁয়ে গেছে।’