গবেষকদের অভিমত : সংক্রমণের ৮৬ ভাগই নতুন ধরনের করোনা

নিজস্ব প্রতিবেদকঃ বহুরূপী করোনা ভাইরাস (কোভিড-১৯)। ধরণ বদলাচ্ছে দিনে দিনে। গবেষকরা বলছেন, দেশের ৮৬ ভাগই নতুন ধরনের করোনা। সম্প্রতি চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষণায় জানা গেছে, এক্ষেত্রে নতুন ধরনের মধ্যে সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টও ৮৪ ভাগ পাওয়া গেছে।

এদিকে গবেষণায় দেখা যাচ্ছে যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা ও ব্রাজিলে শনাক্তকৃত করোনা ভাইরাসের নতুন ধরন সবচেয়ে ভয়ংকর। এটির সংক্রমণ সক্ষমতা ও জটিলতা অনেক বেশি। এতে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও বিশেষজ্ঞরা বলছেন, অক্সফোর্ডের টিকা সংক্রমণের জটিলতা ও মৃত্যুহার কমায়।

এছাড়াও করোনার গতি-প্রকৃতি জানতে এ পর্যন্ত ১৮৫ টি জেনোম সিকোয়েন্স করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। তারা জানাচ্ছে, গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যের ধরন, এ বছরের জানুয়ারিতে সাউথ আফ্রিকার ধরন শনাক্ত হয়।

সবশেষ মার্চে ২২ নমুনার জেনোম সিকোয়েন্স করে ১৯ টিতে করোনার নতুন ধরন শনাক্ত হয়। এর মধ্যে ১৬ টিই সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট। এই ধরন শনাক্ত হয়েছে ঢাকার বাইরেও।এদিকে, আইসিডিডিআরবির গবেষণাতেও সাউথ আফ্রিকার ধরন পাওয়া গেছে ৮১ ভাগ।