ঘোড়াঘাটে  নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ৫ জন আহত

মনোয়ার বাবু, (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর ঘোড়াঘাট আঞ্চলিক  মহাসড়কের টিএনটি মিশন মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে  আহত হয়েছেন অন্তত ৫ জন।

আজ ৪ মার্চ বৃৃহস্পতিবার  বিকেল ৫:১৫ ঘটিকায় পূর্ণভবা দিনাজপুর – জ ১১-০০৩৫ পরিবহনের বাসটি দিনাজপুর থেকে ঘোড়াঘাট হয়ে বগুড়া  যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে বলে জানিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জিয়াউর রহমান    বলেন,খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,খবর পাওয়া সঙ্গে সঙ্গে নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসটির মধ্যে আহত যাত্রীদের যৌথ চেষ্টায় উদ্ধার করি।এতে আনুমানিক ৫ জন যাত্রী বাসের মধ্যে চাপা পড়ে আহত হয়।ফায়ার সার্ভিস,থানা পুলিশ এবং স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান।

পরে ওসি আজিম উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত ব্যক্তিদের সার্বিক খোজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন।