ঘোড়াঘাটে ৯৭ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে গরু বিতারণ

মনোয়ার বাবু, (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় এবার ৯৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার গবাদি পশু ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।আজ শনিবার(১০ এপ্রিল) বেলা ১১:০০ঘটিকায় ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সরকারি কলেজ মাঠে গবাদি পশু ও সামগ্রী বিতরণ করা হয়। 
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা যায়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদি পশু ও বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়। এ পর্যায়ে ঘোড়াঘাট উপজেলার  ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের ৯৭ জন উপকারভোগীর প্রত্যেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে উন্নত জাতের ক্রসব্রিড বকনা গরু, শেড নির্মাণের উপকরণ হিসাবে ১৯০ পিচ ইট, ৫ টি টিন, পিলার ৪ টি এবং ১২৫ কেজি গবাদি পশুর জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফেউল আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিবলী সাদিক মাননীয় সংসদ সদস্য-১১ দিনাজপুর-৬,বিশেষ অতিথি হিসাবে ছিলেন ডাঃ মোঃ শাহিদুল আলম জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা দিনাজপুর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা,ডঃ অসীম কুমার দাস প্রকল্প পরিচালক,সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল এবং  ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন প্রমুখ।  
এসময় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে করোনাকালীন প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় ঘোড়াঘাট উপজেলায় ৯৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে গবাদি পশু ও অন্যান্য উপকরণ বিতরণ এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কর্মসংস্থানের লক্ষে শিক্ষা উপবৃত্তি হিসাবে ৯৩ জন,ক্যানসার আক্রান্ত ৮ জন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ২ জন এবং দলীত সম্প্রদায়ের ১৫ জন কে চেকের মাধ্যমে অর্থ প্রদান করেন।