চুয়াডাঙ্গায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ১০০ দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক ১০০ দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সিভিল কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরণকালে সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, সদর হাসাপাতালের আরএমও ডা. ফাতেহ আকরাম ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ উপজেলা পর্যায়ে ইপিআই টিকা কেন্দ্রগুলোতে আগত মায়েদের মাঝে বিশেষ পুষ্টি বার্তা ও জি এম পি কার্ড বিষয়ক ক্যাম্পেইন এবং আই এম পি নিউট্রিশন কর্ণারগুলোতে বিশেষ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। আগামীকাল বৃহস্পতিবার জেলা খাদ্য কর্মকর্তা, জেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা , জেলা কৃষি কর্মকর্তা, ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সাথে সমন্বয় পূর্বক বিশেষ প্রচারণা করা হবে।
আগামী শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন এর সহযোগিতায় মসজিদে জুম্মার বয়ানে এবং অন্যান্য ধর্মীয় উপসনালয়ে স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে বিশেণ বার্তা প্রদান করা হবে। জেলা পর্যায়ে কমপক্ষে ৩টি শিশু পরিবার/লিল্লাহ বোর্ডিং/ অনাথ আশ্রম এ পুষ্টি বার্তা প্রদান এবং ইফতার এর আয়োজন করা হবে।