জলঢাকায় একই স্কুলের ৩ শিক্ষক করোনায় আক্রান্ত, বিদ্যালয় বন্ধ ঘোষণা

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে প্রায় দেড় বছর বন্ধ ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে। স্বাস্থ্যবিধি মেনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এরই মধ্যে৷ নীলফামারী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ জন শিক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিক্ষকরা আক্রান্ত হওয়ার পর আগামী (২৫ ও ২৬ সেপ্টেম্বর) ২ দিনের জন্য বিদ্যালয়টি বন্ধ করার ঘোষনা দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়,গত বুধবার চিড়াভিজা গোলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের করোনার লক্ষণ দেখা যায়। তিনি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা পরীক্ষা করলে পজেটিভ হন। অন্যান্য শিক্ষকরা করোনা পরীক্ষা করতে থাকলে বৃহস্পতিবার আরও ২ জনসহ একই বিদ্যালয়ের ৩ জন শিক্ষক করোনা আক্রান্ত হন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া শিক্ষকরা হলেন সুশান্ত কুমার রায় (২৮) আব্দুল জলিল (৫০) জমিজুল ইসলাম (৪৮) এই পরিস্থিতিতে সেখানকার অভিভাবকদের মনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তাদের মনে প্রশ্ন উঠছে তাহলে কি আবার শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ করার ঘোষনা আসতে পারে।