জাতীর পিতার ৪৬তম শাহাদাত বার্ষিকীতে ঝিনাইদহে ৪৬ বার হবে কোরআন খতম

এসএম আনিসুর রহমান খোকা, ঝিনাইদহ প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উলপক্ষ্যে ঝিনাইদহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালী এই সভা অনুষ্ঠিত হয়।জাতির পিতার ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৪৬বার কোরআন খতম করানো হবে। যথাযথ ভাবগাম্ভীর্য্যের মাধ্যমে সকল আয়োজন সম্পন্ন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। প্রস্তুতিমূলক এই ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সাংসদ খালেদা খানম,পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম,ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু,সরকারি কেসি কলেজের অধ্যক্ষ বিএম রেজাউল করিম, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম,স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সেলিম রেজা,কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শামীম,জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক সুচন্দন মন্ডল,ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপপরিচালক আব্দুল হামিদ সহ উপজেলার নির্বাহী অফিসার বৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।