টাঙ্গাইলে ঘাটাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষে ১ জন নিহত, আহত ৩

সৈয়দ মিঠুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পোড়াবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটাইল গামী যাত্রী বোঝাই একটি সিএনজি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পোড়াবাড়ি নামকস্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। চালকসহ সিএনজির অপর তিন যাত্রী গুরত্বর আহত হয়। নিহত ব্যক্তি হলো- ঘাটাইল উপজেলার সাহাপুর গ্রামের দারগ আলীর ছেলে হামেদ আলী (৬৫)। আহতরা হলো সিএনজির চালক উপজেলার নাগবাড়ি গ্রামের মোমিনুর রহমান (৩৫), সাহাপুর গ্রামের জোয়াদ আলী (৭০) এবং গৃহবধূ জুলেখা বেগম (৪৫)। গুরুতর আহত সিএনজি চালক মোমিনুলকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।