টেস্টে বাংলাদেশের দ্রুততম ১০০ উইকেটের মাইলফলকে মিরাজ

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেটকে বোল্ড করে উইকেটের খাতা খুলেছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর ধীরে ধীরে পৌঁছে গেলেন শততম উইকেটের মাইলফলকে। আজকে শনিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে ওয়েস্ট ইন্ডিজের শেন মোসেলিকে ফিরিয়ে বাংলাদেশের দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে বাংলাদেশের তিন বোলার (মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম)
টেস্টে ন্যূনতম ১০০ উইকেটের দখলদার ছিলেন। আজকে শনিবারে ১০০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছালেও একটা জায়গায় সবাইকে পেছনে ফেলে দিয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। টেস্টে বাংলাদেশের দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কীর্তি এখন ডানহাতি এই স্পিনার মিরাজেত দখলে। মাত্র ২৩ ম্যাচেই ছুঁয়েছেন এই শততম উইকেট শিকারের মাইলফলক।

এছাড়াও বাংলাদেশের কনিষ্ঠতম বোলার হিসেবে শততম টেস্ট উইকেট পেয়েছেন তিনি। মাত্র ২৩ বছর ১০৯ দিনে পেলেন ১০০ উইকেট। এর পূর্বে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২৫ বছর ২৪২ দিনে ও স্পিনার তাইজুল ২৭ বছর ২১০ দিনে এই মাইলফলক ছুঁয়েছিলেন। বিশ্বের চতুর্থ কনিষ্ঠতম বোলার হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের চেয়ে কম বয়সে এই কীর্তি গড়েছেন ড্যানিয়েল ভেট্টরি, হরভজন সিং ও সাকলায়েন মুশতাক।

মেহেদী হাসান মিরাজ মাত্র ২৪ টেস্টে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। ১২ বছরের ক্যারিয়ারে ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে থেমেছিলেন রফিক। টেস্টে দেশের হয়ে প্রথম ১০০ উইকেট শিকারের নজিরও রফিকের। সাকিব দ্বিতীয়তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেখা পান শততম উইকেটের।সাকিব ২৮ তম টেস্টে ১০০ উইকেটের দেখা পান। তাইজুল ২৫ টেস্টে ১০০ উইকেট পেয়েছিলেন।