ড. সাইয়্যেদ মোহাম্মদ এনায়েত উল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দীকীর বন্দরে আগমনের কথায় এলাকার মধ্যে চরম উক্তেজনা সৃষ্টি

বন্দর প্রতিনিধি: বন্দর কুশিয়ারা হিলফুল ফুযুল যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে খাতমে নবুওয়্যাত মহা সম্মেললন ৬ষ্ঠ বার্ষিকিতে ড. সাইয়্যেদ মোহাম্মদ এনায়েত উল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দীকীর বন্দরে আগমনের কথায় এলাকার মধ্যে চরম উক্তেজনা সৃষ্টি হয়েছে। ২৬ মার্চ (শুক্রবার) কুশিয়ারা হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের মাঠে ড. সাইয়্যেদ মোহাম্মদ এনায়েত উল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দীকীর আগমনের কথায় এলাকার মধ্যে এ উক্তেজনা সৃষ্টি হয় বলে যানা যায়। ২৪ মার্চ (বুধবার) নবীগঞ্জ ও কুশিয়ারার একাধিক ব্যক্তি সাংবাদিকদের বলেন, আমরা মুসলিম আমরা আমাদের ধর্মকে জীবনের চাইতে বেশী ভালোবাসি।

আমরা ওয়াজ ও দোয়ার মাহ্ফিলের বিপক্ষে নই আমরা বিপক্ষে ড. সাইয়্যেদ মোহাম্মদ এনায়েত উল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দীকীর বন্দর আগমনের কারন তিনি জামায়েত ইসলামের এবং সরকার বিরুদ্ধি বক্তব রাখেন। এবং কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রধান ওসকানি ধাতা। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের সংবাদ আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে পেয়েছি আমরা চাইনা ড. সাইয়্যেদ মোহাম্মদ এনায়েত উল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দীকীর বন্দরে এসে ওসকানি মুলক কিছু কথা বলে শান্তি প্রিয় বন্দরকে অশান্তি করে তুলোক। এছারাও বর্র্তমানে করোনার মহামারীর মধ্যে ড. সাইয়্যেদ মোহাম্মদ এনায়েত উল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দীকীর বন্দরে আগমনে ধর্মপ্রান মুসলমান কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার উপস্থিত থাকতে পারে এতে আমরা এলাকাবাসী নিরাপদ নই।