ঢাকাইয়া ৩ ব্যক্তি নাইক্ষ্যংছড়ি বিজিবির চেকপোষ্টে ৪৬৫০ পিচ ইয়াবাসহ আটক

জয়নাল আবেদীন টুক্কু, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি’র) ধারাবাহিক অভিযানে ফের ৪ হাজার ৬শত ৫০পিস  ইয়াবাসহ ঢাকাইয়া ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা হলেন, ঢাকা শাহাজানপুর শান্তিনগর থানা’র কাজী মনিরুল ইসলামের ছেলে কাজী ইয়াসিন( ৩৭)। একই এলাকার শান্তিনগর থানার মাধবদি এলাকার কাজী জলিলের ছেলে কাজী অাল অামিন ( ৩৩)। ঢাকা রাজপাট থানা’র কাশিয়ানি  এলাকার অাকবর অালী মুন্সীর ছেলে সুমন মুন্সী, (৩০)। বুধবার ( ৫মে) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র  বিশেষ টিমের জোয়ানরা নাইক্ষ্যংছড়ি সদরের অাদর্শ গ্রামের বিজিবি’র অস্থায়ী চেকপোষ্টে তাদের দেহ তল্লাশী করে প্যান্টের পকেট এর ভিতর হতে অভিনব কায়দায় লুকায়িত  এসব ইয়াবাসহ তাদেঁর কে  আটক করতে সক্ষম হন। এসময় তাদের  সাথে থাকা আরো তিন  ইয়াবা কারবারী পালিয়ে যায় বলে স্থানীয়রা  জানান। এছাড়াও বিজিবি’র এ অভিযানকে সাধুবাদ জানান এলাকাবাসী। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৩ লাখ ৯৫ হাজার টাকা। বুধবার রাতে  আসামীসহ ইয়াবা গুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়। ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ,মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের তৎপরতা অব্যাহত আছে থাকবে।