দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

রাসেল আহাম্মেদ, দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় দর্শনা পৌর আওয়ামীলীগের কার্যালয়ে কর্মী সভায় দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম মল্লিক এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজু আহাম্মেদ রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা আলী আজগর টগর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা প্রশাসক মাহফুজুর রহমান মন্জু,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু,পার কৃষ্ণপুর মদনা ইউনিয়ের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ এস এম জাকারিয়া আলম।

বক্তারা বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন পূরণে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা কর্মী। বর্তমান সময়ের এ মহামারীতে ছাত্রলীগ যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, অন্য কোন রাজিনৈতিক দলের ছাত্র সংগঠন এভাবে করেনি। অন্য সংগঠনের নেতৃবৃন্দ করোনায় ঘরের মধ্যে থাকলেও, ছাত্রলীগ সেটা করেনি। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগের ভূমিকা অনেক জরুরি বলেও মনে করেন বক্তরা।

কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু।হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাসেল আহাম্মেদ ও যুগ্ম আহবায়ক রায়হানুল ইসলাম,কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা ও সাধারন সম্পাদক সানাউল কবির শিরিন।কুড়ালগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রমজান আলী জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমহীর হোসেন ও নাটুদাহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিমন খান।দামুড়হুদা সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ছালিম হোসেন,সাজ্জাদ হোসেন,শেখ রাসেল।নতিপোতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাগর খান।মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাধারন সম্পাদক আল মামুন।এছাড়াও উপস্থিত ছিলেন সকল ইউনিট ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতা কর্মী।অনুষ্ঠানটি পরিচালনা করেন দামড়হুদা উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু।