নাগরপুরে প্রতিমা বিসর্জনে দেবীর বিদায়

তোফাজ্জল হোসেন তুহিন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধার পর প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর, পুজা উদযাপন কমিটির উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা বাবু লক্ষ্মী কান্ত সাহা, নীরেন্দ্র নাথ পোদ্দার, সাবেক প্রধান শিক্ষক বাবু সম্ভু নাথ সাহা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা, সাধারন সম্পাদক বারকৃষ্ণ সাহা রামা।

দুপুরের পর থেকেই শুরু হয় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা। একের পর এক সদরের বিভিন্ন পূজা মন্ডপ থেকে নাগরপুর সরকারি কলেজ মাঠে প্রতিমা নিয়ে আসতে থাকেন পূজারীরা। শঙ্খ, উলুধ্বনীর আর খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে বিজয়া দশমীর শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। প্রতিমা মাঠে আনার পর শেষবারের মতো ধূপধুনো নিয়ে আরতি করেন তারা। হাজার হাজার দর্শনার্থী দেবীকে বিদায় জানানোর জন্য উপস্থিত হন কলেজ মাঠে। সন্ধার পর পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে কলেজ ঘাটে (নোয়াই নদী) বিসর্জন দেয়া হয়।
প্রতিমা বির্সজনে আইন শৃঙখলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ আনসার ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।