নানা আয়োজনের মধ্য দিয়ে পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালিত

মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ আলোচনা সভা, ভোটার কার্ড বিতরণ ও নতুন ভোটার তৈরী কার্যক্রম উদ্ভোধনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় জাতীয় ভোটার দিবস ২০২১ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামাল উদ্দীন আহমেদ। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, পাইকগাছা লোনা পানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুর ইসলাম, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরন মন্ডল, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ সুজন সরকার, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন ও কওছার আলী জোয়াদ্দার, উপজেলা শিক্ষা অফিসার খান মোহাঃ আলমগীর, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাবেক সাধারন সম্পাদক এস এম আলাউদ্দীন সোহাগ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, নতুন ভোটার রহিমা আফরোজ রুম্পা। আলোচনা সভা শেষে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।