নান্দাইল পৌর নির্বাচন : তিন কাউন্সিলর প্রার্থীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে বিশৃঙ্খলা ও কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তিন কাউন্সিলর প্রার্থী এবং একজন ভোটারকে আটক করা হয়েছে।

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহের নান্দাইলের শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে। নান্দাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত চারজন হলেনঃ নান্দাইলের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খাইরুল ইসলাম মানিক (ঢেড়শ প্রতীক), আব্দুল খালেক (গাজর প্রতীক), রফিকুল আলম ফারুক (উটপাখি প্রতীক) এবং ভোটার মোহাম্মদ আরজু। 

নান্দাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন বলেন, আটককৃত ঐ তিন কাউন্সিলর প্রার্থী সকাল থেকেই কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোটদানে প্রভাবিত করেন এবং হৈচৈ শুরু করেন। এতে একাধিকবার তাদেরকে সতর্ক করা হলেও কথা না শোনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের আটক করা হয়। নির্বাচন বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।