পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের কঠোর লকডাউন

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে নাস্তানাবুদ পুরো ভারত। ভালো অবস্থায় নেই দেশটির বাংলা রাজ্য পশ্চিমবঙ্গও। তাই রাজ্যজুড়ে সংক্রমণ ঠেকাতে ১৫ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।

লকডাউনে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার ঘোষণা করেছে রাজ্য সরকার। বন্ধ থাকবে স্কুল, কলেজ। শুধুমাত্র খোলা থাকবে জরুরি পরিষেবা।

এর আগে থেকেই শপিংমল, বিউটিপার্লার, স্পা, রেস্টুরেন্ট, বার, সুইমিংপুল, জিম বন্ধ রয়েছে রাজ্যটিতে। বন্ধ রয়েছে থিয়েটার ও সিনেমা হলও।

তবে এই ১৫ দিন গণপরিবহণ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবার কর্মীদের অফিসে যাওয়া আসার জন্য পরিবহণ চলবে।

রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, রোববার থেকে কঠোর লকডাউন কার্যকর হবে রাজ্যে। চলবে ১৫ দিন। এর আগে উত্তর ও পশ্চিম ভারতের একাধিক রাজ্য কোভিড সংক্রমণের শৃঙ্খল ভাঙতে লকডাউনের পথে হেঁটেছে। মেয়াদও বাড়াচ্ছে একাধিক রাজ্য।

যদিও কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছিলেন তিনি বাংলায় পূর্ণ লকডাউন চান না। তবে মানুষ যেন লকডাউনের মতো আচরণ করেন সে অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু দেখা গেল যে ভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে সরকার বাধ্য হয়ে লকডাউন ঘোষণা করল।