পাইকগাছায় ১১ মাস পর অপহৃত ভিকট্রিম হাবিবুর চাপাই নবাবগঞ্জ থেকে উদ্ধার

মোঃ মনিরুল ইসলাম, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ দীর্ঘ ১১ মাস পর অপহরণ মামলার ভিকট্রিমকে উদ্ধার করে আদালতে পাঠিয়েছে পাইকগাছা থানার পুলিশ। মামলার বিবারনে জানা যায়,উপজেলার রেজ্জাকপুর গ্রামের অপুর গাজীর ছেলে হাবিবুর গাজী(২০) কে ইটের ভাটায় কাজে নেয়ার কথা বলে ৪ এপ্রিল ২০২০ তারিখে অপহরণ করা হয়। এ অভিযোগে হাবিবুরের পিতা বাদী হয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল আদালতে তালা থানার দেওয়ান পাড়া গ্রামের মফিদুল বিশ্বাস(৩০) ও জাফর বিশ্বাসের ছেলে শাওয়ান বিশ্বাস (২৫)’র নামে অপহরণ মামলা করে। পুলিশ আসামীদের গত ২৭ ডিসেম্বর মানিকগজ্ঞের সিংহাই থানা থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এদিকে রোববার তথ্য প্রযুক্তি মাধ্যমে চাপাই নবাবগঞ্জের নাচোল থানা পুলিশের সহায়তায় এসআই তাকবীর হোসেন অপহৃত ভিকট্রিম হাবিবুরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, সে একজন মানষিক প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে। তার কাছে কোন কিছু জানতে চাইলে কথা বলছে না। শুধু এদিক সেদিক ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। তাকে উদ্ধারের জন্য বিভিন্ন মাধ্যমে জোর প্রচেষ্টা চালানো হয়েছে। তার নামে পইকগাছা থানায় মাদক দ্রব সহ কয়েকটি মামলা রয়েছে।