পুলিশের অভিযানে ৭০ বোতল ফেনসিডিল, ইজিবাইক সহ দুই মাদক ব্যবসায়ী আটক

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ৭০ বোতল ফেনসিডিল, ইজিবাইক সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করে বিচারের জন্য দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের উপর ভিত্তি করে থানার এসআই(নিঃ) সুমন বিশ্বাস এবং এএসআই (নিঃ) অলিদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার সকাল ০৬টা ৪০ মিনিটের সময় শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা বাজারস্থ সজন হোসেনের চায়ের দোকানের সামনে হতে ৭০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল, ইজিবাইকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃত আসামীরা হল উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে ইজিবাইক চালক মোঃ আমিনুর রহমান (৪৭) ও মাগুরা (ধুনচি পাড়া) গ্রামের আকবর আলীর ছেলে সেরেস্তালি (৪২)।

থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইন ৩৬ (১) এর ১৪ (গ)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং ২৮, তাং- ২৫/০৬/২০২৪ইং।