পেকুয়ায় নৌকার নিরঙ্কুশ বিজয় টইটংয়ে জাহেদ ফের চেয়ারম্যান নির্বাচিত

জেপুলিয়ান দত্ত জেপু, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: পেকুয়ায় টইটং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নিরঙ্কুশ বিজয় হয়েছে। ক্ষমতাসীন দল আ’লীগ মনোনীত প্রার্থী জাহেদুল ইসলাম চৌং ফের টইটং ইউপিতে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান। নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র (চশমা) প্রতীকের প্রার্থী জেড এম মোসলেম উদ্দিনকে ৪২৯৭ ভোটে ধরাশয়ী করে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম চৌং। ২০ সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষে বেসরকারীভাবে ৯ টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। এতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম পেয়েছেন ৮২৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেড এম মোসলেম উদ্দিনের প্রাপ্ত ভোট ৩৯৭৫। ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ঘোষিত ১ম ধাপের ইউপি নির্বাচন সারা দেশে অনুষ্টিত হয়েছে। ওই দিন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় একমাত্র টইটং ইউপিতে ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৭ জন। এরই মধ্যে মূল প্রতিদ্বন্দিতা হয়েছে ক্ষমতাসীন দল প্রার্থী জাহেদুল ইসলাম চৌং ও চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেড এম মোসলেম উদ্দিনের মধ্যে। ওই দিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল। দুপুরের দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির মধ্যেও উৎসব মুখর পরিবেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে জড়ো হন। তবে এবারের নির্বাচন নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে হয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের নিরাপত্তা বলয় জোরদার ছিল। সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে টইটংয়ে। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে প্রানান্তকর অবস্থা বিরাজ করছিল। ওই দিন হাজার হাজার নারী পুরুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে কেন্দ্রগুলোতে লাইনে দাড়ান। ভোটকেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি মানুষের দৃষ্টি নন্দিত হয়। ৯ টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম চৌং ৮ টিতে ১ম হয়েছেন। টইটং ইউনিয়ন পরিষদ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোসলেম উদ্দিন ১ম হয়েছেন। বেসরকারীভাবে ১ নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হয়েছেন আবদুল জলিল, ২ নং ওয়ার্ড থেকে সাবেক ইউপি সদস্য আবুল কালাম, ৩ নং ওয়ার্ড থেকে ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য মনজুর আলম, ৪ নং ওয়ার্ড থেকে শিক্ষক মাওলানা আবদুল হক, ৫ নং ওয়ার্ড থেকে আবু ওমর দ্বিতীয় বারের মত নির্বাচিত, ৬ নং ওয়ার্ড থেকে সাবেক ইউপি সদস্য ফয়সাল আকবর, ৭ নং ওয়ার্ড থেকে প্যানেল চেয়ারম্যান হাজী শাহাব উদ্দিন, ৮নং ওয়ার্ড থেকে কাইছার মো: ইলিয়াছ প্রকাশ রোকন উদ্দিন চৌং, ৯ নং ওয়ার্ড থেকে সাবেক ইউপি সদস্য নুরুল আবছার সাধারণ ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী আসন ১,২,৩ নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছেন জাপা নেত্রী দিলোয়ারা বেগম, ৪,৫,৬ নং থেকে নির্বাচিত হয়েছেন বর্তমান নারী ইউপি সদস্য রোজিনা আক্তার, ৭,৮,৯ নং থেকে সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি সদস্য আয়েশা মোনাফ।