প্রকৃতি থেকে বিছিন্ন – জে জে জাহিদ হাসান

         প্রকৃতি থেকে বিছিন্ন
     জে জে জাহিদ হাসান
নবীন, প্রবীণ আজ সবাই প্রায় প্রকৃতি থেকে বিছিন্ন
খেলার মাঠ বা চায়ের আড্ডা ফেলে ইন্টারনেট আচ্ছন্ন,
বন্ধু হচ্ছে অনলাইনে বন্ধন গড়ছে কম
খেলার মাঠে কেউ খেলতে যায় না অনলাইনে মেতে উঠেছে হরদম।
বাড়ছে যোগাযোগ বাড়ছে দূরত্ব যাচ্ছে ভালোবাসা কমে
ঘরে কোণে মোবাইল ফোনে মনের প্রসারতা যাচ্ছে দমে,
প্রতিবাদ হয় অনলাইনে, মাঠে প্রতিবাদর অভাব
বন্ধুর সাথে আড্ডা দিতেও অনলাইনে থাকাটা হয়েছে স্বভাব।
সময় থাকতে হও হুঁশিয়ার কমাও অনলাইনের অপব্যবহার
প্রকৃতিকে সময় দাও মিটাও মনের আহার,
অনলাইন যদি হয় শিক্ষার নতুন জগৎ উন্নত কয়েক ধাপ
তবে কেনো অতি সহজেই অনলাইনে ছড়িয়ে পরে অসাধু ব্যবসায়ীদের গড়া পাপ।

জে জে জাহিদ হাসান
দ্বাদশ শ্রেণী, শহীদ এ এইচ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ রাজশাহী।