ফেব্রুয়ারি ২১ – সোহেল মিয়া

কবিতাঃ   ফেব্রুয়ারি ২১

কবিতা লেখকঃ সোহেল মিয়া 

বাংলাদেশের মহান ভাষা
 বাংলা ভাষা।
এই মায়ের ভাষা
 বাংলা ভাষা।
 যার চেতনায় বাঙালি দিল প্রাণ।
 বাংলার রাজপথে নেমে আসে
 হাজারো তাজা প্রাণ।
সেদিন বাংলার রাজপথ দখল
করেছিল হাজারো ছাত্র সমাজ
অ আ ক খ বাংলা ভাষার 
স্লোগানে প্রতিধ্বনিত হয়েছিল পুরো বাংলা
বাংলার রাজপথ রঞ্জিত হলো লাল বর্ণে
পতাকা হাতে দাড়িয়ে আছে।
বরকত, সালাম, জব্বার, পুরো বাংলায়
প্রতিটি বাঙালির জবানিতে যেন 
উচ্চারিত হচ্ছে অ,আ,ক,খ
সালামের হাত থেকে যেন পড়ছে
বাঙালির  মধুর ভাষা
আজ যেন দেখা যায় বাংলায় পতাকা হাতে 
দাড়িয়ে আছে বরকত, সালাম, জব্বার
রাজপথের রঞ্জিত লাল বর্ণ 
এনে দেয় বাংলা ভাষা।