বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়ক হচ্ছে ফিলিস্তিনে

নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফিলিস্তিনের হেবরন শহরে একটি সড়কের নামকরণ করা হয়েছে। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি এক ভার্চুয়ালি সম্মেলনে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেনকে জানিয়েছেন।

আজকে বুধবার (১০ ই ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেনের বরাদ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র কর্তৃক জানা যায়, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, ফিলিস্তিনের হেবরন শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাংশে হেবরন শহর (প্রাচীনতম নগরী) অবস্থিত।জেরুজালেমের ৩০ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান।