বাইশারী মডেল নূরানী এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শনে সৌদি প্রবাসী মানবসেবা সোসাইটি

জয়নাল আবেদীন টুক্কু,বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী মডেল নূরানী এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করেছেন ঈদগড় সৌদি প্রবাসী মানবসেবা সোসাইটি ও বাইশারী প্রবাসী ঐক্য পরিষদ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাইশারী মডেল নূরানী এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে, ঈদগড় সৌদি প্রবাসী মানবসেবা সোসাইটির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ঈদগড় সৌদি প্রবাসী মানবসেবা সোসাইটির বাংলাদেশের প্রতিনিধি মোঃ বেদার মিয়া, সৌদি প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ জয়নাল আবেদীন ও বাইশারী প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সৌদি প্রবাসী মোঃ আবুল কালাম। এদিন উপদেষ্টা মোঃ ইলিয়াস সওদাগরকে বাইশারী মডেল নূরানী এবতেদায়ী মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন বাইশারী মডেল নূরানী এবতেদায়ী মাদ্রাসার সভাপতি সাংবাদিক আবদুর রশিদ, সহ সভাপতি মোঃ শামশুল আলম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য একরামুল হক রাজু, মাদ্রাসা সুপার বরকত উল্লাহ মাসুম, সহকারী শিক্ষক মাওলানা হাফেজ মোঃ ইসমাইল, মাওলানা আবদুল হামিদ, শাহেনুর আক্তার, সাহেনা আক্তার প্রমূখ।

উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ইদগড় সৌদি প্রবাসী মানব সেবা সোসাইটির সভাপতি মোঃ নুরুল ইসলাম বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারবে না তবে একটি নুরানী মাদ্রাসা মানে তো পৃথিবীতে বেহেস্তের বাগানে মহানরাব্বুল আলামিন আমাদের সব কিছু দিয়েছেন, সব কিছু অনুমান অনুধাবন করে চলতে হবে সকলকে। কোন কাজ করলে মানুষ বেহেস্তে যায়, কোন কাজ করলে মানুষ দোজোখ যায় এগুলো বুজতে হবে জানতে হবে শিখতে হবে। মাদ্রাসা, মসজিদ,মাদ্রাসা, হেফজখানা, এতিম খানা আল্লাহ সন্তুষ্টি লাভের অন্যতম শিক্ষার কেন্দ্র। আমাদের মনে রাখতে হবে বাংলা- ইংরেজি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাই শিক্ষিত হতে হবে এর মধ্যে অন্যতম শিক্ষা হলো আরবি শিক্ষা গ্রহণ করতে হবে। সমাজে আলোর প্রদিপ জ্বালাতে হলে আরবি শিক্ষার বিকল্প নেই।