বিরামপুর খেয়া দুর্গাপুর সীমান্তে ২৯ বিজিবি কর্তৃক ফেন্সিডিল, গাঁজা ও নেশা জাতীয় ইনজেকশন আটক

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, গাঁজা এবং নেশাজাতীয় ইনজেকশন আটক করেছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কমান্ডিং অফিসার (সি,ও) লেফটেন্যান্ট কর্ণেল শরিফুল্লা আবেদ এর নির্দেশে ৮ই মার্চ, সোমবার ভোরে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল হান্নান এর নেতৃত্বে ১টি টহলদল ভারত সীমান্তবর্তী বিরামপুর উপজেলার খেয়া দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩২ কেজি গাঁজা এবং ৯৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ৭২ হাজার ৫ শত টাকা।