ভৈরবে কোভিড-১৯ টিকা প্রয়োগের বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নাঈম মিয়া, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে কোভিড-১৯ টিকা প্রয়োগের বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ।

সোমবার দুপুর ১টায় ভৈরব উপজেলা পরিষদ এর বঙ্গবন্ধু হল রুমে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় ও কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ ( Secon Wave)মোকাবেলা,করোনা (কোভিড-১৯) টিকা প্রয়োগের বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ শামীম আলম।
সভাপতিত্ব করেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া,ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মীর্জা সুল্যায়মান, ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির,ভৈরব উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান মোনোয়ারা বেগম, ভৈরব পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ। অনুষ্ঠানে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও মোঃ খুরশিদ আলম ভিডিও প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন খাত থেকে আসা করোনা ( কোভিড-১৯) টিকা প্রয়োগের বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে ভিডিও প্রদর্শন করে বুঝানো হয় উপস্থিত লোকজনকে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ভৈরব বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ, ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস হায়দার,নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান,ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও ভৈরব উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক পুর্বকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক আলাল উদ্দিন, সাংবাদিক আসাদুজ্জামান ফারুক সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলিবদন তৈয়বা।