মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

মোঃ ফেরদৌস, মঠবাড়িয়া: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ৩ তলা ভবনটি ১১ জানুয়ারী শুভ উদ্বোধন করেন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি ডা: রুস্তুম আলী ফরাজী এম,পি। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সুযোগ্য সহ সভাপতি মো: কামাল খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন। উপজেলা এলজিইডি প্রকৌশলী আবু সাঈদ মো: জসিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাইনুল ইসলাম ও এম,পির জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডা: রুস্তুম আলী ফরাজী এম,পি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্দব সরকার। এই সরকারের নেতৃত্বে দেশে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে অবিরাম কাজ করে যাচ্ছেন। এম,পি মহোদয় আরো বলেন, মুজিববর্ষে দেশের প্রত্যন্ত অ লে দুর্যোগ সহনীয় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে অত্র উপজেলার সকল বিদ্যালয়ের ভবনগুলি আধুনিকায়ন করা হবে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী আবু সাঈদ মো: জসিম উদ্দিন জানান, এলজিইডি অধিদপ্তরের আওতায় মো: নাসির উদ্দিন মাতুব্বরের মালিকানাধীন মেসার্স ঐশি এন্ড কোম্পানিটি ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে নির্মান কাজ সমাপ্ত করে কর্তপক্ষের নিকট হস্তান্তর করেন।