মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড কোটচাঁদপুরে নবনির্বাচিত কাউন্সিলরের

ঝিনাইদহ প্রতিনিধিঃ মাদক মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর আবু হানিফকে। আবু হানিফ কোটচাঁদপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১৬ জানুয়ারির নির্বাচনে।আবু হানিফ দুধসরা গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।জানাগেছে, কোটচাঁদপুর থানা্র ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালতে ১ বছরের সাঁজা সাথে নগদ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে কাউন্সিলর আবু হানিফের।মামলা নং কোটচাঁদপুর থানা-৭৫/২০১৮।

গত জানুয়ারি মাসের ২২ তারিখে বিজ্ঞ আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করে।তার অনুপস্থিতিতেই মামলার রায় ঘোষণা করে আদালত। ১ বছরের কারাদণ্ডের সাথে ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোটচাঁদপুর থানার পুলিশ। ২০১৮ সালে কোটচাঁদপুর থানার পুলিশ ইয়াবা সহ গ্রেফতার করে কাউন্সিলর আবু হানিফকে।এই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম।