মুকসুদপুরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠান

কাজী ওহিদ, গোপালগঞ্জ থেকেঃ কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল,ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক (প্রদর্শী) এর মাঠ দিবস ও রিভিউ ডিশকাশন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ৩ ফেব্রুয়ারী বুধবার খান্দারপাড়া ইউনিয়নের কেন্দুয়া স্থানে ব্লকের কৃষক কৃষানীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন অফিসার আঃ কাদের সরদারের সভাপতিত্বে ও মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবৃদ ডঃ মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ডঃ অরবিন্দ কুমার রায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম, মধুমতি কন্ঠের সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ রুহুল কুদ্দুস আগম্মেদ, প্রেসক্লাবের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সদস্য পরেশ বিশ্বাষ, মেহের মামুন, মুকসুদপুর কৃষি উপ সহকারী রিতা রানী মন্ডল ও অনিতা রানি প্রমুখ।