মুক্তা রানী দেবীর কবিতা “ভবিতব্য”

মুক্তা রানী দেবী

ভবিতব্য

মুক্তা রানী দেবী

মোর ভবিতব্য স্রোতস্বিনী হয়েছে বারংবার,
কৃষ্ণ গহ্বরও কেড়ে নিতে পারেনি সংসার।
গুনেছি কতো অবহেলায় মূর্ছিত মরণ পণ,
অপবাদে মাল্যভূষিতা হয়েছি যখন-তখন!

পরাণে কতো পুষেছি ঝড়-ঝাপ্টায় পূর্ণ ডর,
কতো লোনা জলে ক্ষয়ে-ক্ষয়ে গিয়েছে ঘর!
শাণিত প্রাণে বিজয় ঘ্রাণে ধরেছি পুনঃ হাল
ছন্নছাড়া জীবনে মাল্য পড়ালো মায়াজাল।

সংশয় কতো ছিলো রথে পথ যেতে যেতে
পুনশ্চ আমি খুঁজে নিয়ে প্রাণ থাকি মেতে।
অশ্রু সায়রে সজল মন্থিত হয়ে নিত্যপূজা
পতঞ্জলি কড়ে লাঘব হয়েছে হৃদয় বোঝা।